খবর২৪ঘণ্টা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি পিএইচডি গবেষক। এ খবর দিয়েছে স্থানীয় দৈনিক দ্যা অ্যাডভোকেট।
এতে বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুরে একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন ফিরোজ-উল-আমিন। এ সময় ডাকাতের গুলিতে নিহত হন তিনি। গণমাধ্যমটিকে তার এক বন্ধু জানান, আগামী মাসেই দেশে ফিরে বিয়ে করার কথা ছিল ফিরোজের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন