খবর২৪ঘণ্টা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপ টাইনে ডাকাতের গুলিতে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুলিবিদ্ধ হন।
নিহতের নাম মোহাম্মদ কাউসার হামিদ (৩৪)। ৩৪ বছর বয়সী কাউসারের বাড়ি কুমিল্লার বাতির বাজারে। বাবার নাম হেদায়েতুল্লাহ এবং মা জহুর বেগম। তিনি কেপটাউনের এক পাকিস্তানি বেকারিতে ডেলিভারি সার্ভিসে কাজ করতেন।
প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। নিহতের পরিবার জানান, কেপটাউনে রাইলেন্ডস কোক ফ্যাক্টরির পাশের বেকারিতে একদল ডাকাত ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই কাউসারের মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা, জেএন