পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে নামাজগ্রাম ও খুটিপাড়া গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সাকিল উদ্দিন আহমেদ নিশ্চিত করেন।জানা যায়, মঙ্গলবার বিকালে বানেশ্বর সরকারি কলেজ মাঠে একটি ফুটবল টুনামেন্ট খেলা চলছিল। খেলা শেষ দিকে মাঠের
ভিত্তর থেকে একটি বল মাঠের বাইরে এক দর্শকের গায়ে লাগে। এনিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে সন্ধ্যা ৬টা বানেশ্বর সরকারি কলেজ মাঠে হয়ে বানেশ্বর ট্রাফিক মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কেউ গুরুতর আহত হয়নি।
আর/এস