1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘ডোরিয়ানের’ আঘাতে স্থবির বাহামা দ্বীপ, নিহত ৫ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

‘ডোরিয়ানের’ আঘাতে স্থবির বাহামা দ্বীপ, নিহত ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপটেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: হারিকেন ডোরিয়ানের আঘাতে বাহামা দ্বীপপুঞ্জে প্রাণ গেছে, অন্তত ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ২১ জন। শক্তিশালী এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে, প্রায় ১৩ হাজার ঘরবাড়ি।

স্থানীয় সময় রবিবার দুপুরে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে বাহামার অ্যাবাকো দ্বীপের এলবো কে অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। সেখানে আঘাত হেনে এটি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

সাম্প্রতিক সময়ের সব থেকে ভয়াবহ এ ঝড়ে বাহামা দ্বীপপুঞ্জ পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। পানিতে ডুবে গেছে দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকা। উড়ে গেছে বহু ঘরবাড়ি। এ কারণে অনেককেই আশ্রয় নিতে হচ্ছে বাড়ির ছাদে।

চার্চ, স্কুলসহ বিভিন্ন ভবনকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সরকার এমন মোট ১৪টি কেন্দ্র স্থাপন করেছে। তবে এসব স্থান পূর্ণ হয়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে অনেকেই সরকার ঘোষিত আশ্রয়কেন্দ্রের বাইরে আশ্রয় নিতে বাধ্য হবে। যেখানে তারা সরকারের সরবরাহ করা খাবার ও পানি পাবেন না।

এছাড়া বিভিন্ন আশ্রয়কেন্দ্রের চারপাশ প্লাবিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন এসব স্থানে আশ্রয় নিতে আসা মানুষ। পানিবন্দি হয়ে পড়েছেন তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঝড় ফ্লোরিডায় আঘাত হানতে পারে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST