নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ইয়াবা ও হেরোইনসহ আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, নগরীর মতিহার থানার মৃত মাসুমের ছেলে মঞ্জুর হোসেন (৩০) ও তার আপন ভাই মামুন হোসেন (৩৮)।
মতিহার থানা সূত্রে জানা গেছে, মতিহার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ছাত্রাবাসের মধ্যে তারা দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে পুলিশ ওই
ছাত্রাবাসে অভিযান চালিয়ে মেস মালিক মামুন হোসেন ও তার ভাই মঞ্জুর হোসেনের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ও ৮.৫০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আর/এস