নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে একটি ফেজার ১৫৩ সিসি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, আবু সালিম (২৪) ও আরিফিন আহমেদ সোহাগ (২৫)। শুক্রবার দিবাগত রাতে তাদের নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকা থেকে আটক করা হয়। নগরীর বোয়ালিয়া থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সোহাগ ও সালিম নগরীর বোয়ালিয়া থানাধীন মথুরডাঙ্গা এলাকার মোজাফফর মিল্টনের বাড়ির সামনে থেকে ফেজার ১৫৩ সিসি (যার
আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা) চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক চোরদের পিছু নিয়ে নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া এলাকার মুল রাস্তা থেকে তাদের মোটরসাইকেলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আর/এস