নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটককতৃরা হলো, আরএমপির কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকার তফিকুলের ছেলে মেহেদি হাসান আকাশ (১৯) ও মৃত বরজাহানের ছেলে রবিন ওরফে নয়ন (২২)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল
মোহনপুর থানাধীন মোহনপুর থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০ (ক)/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।
আর/এস