গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আকতার বুধবার বিকেলে উপজেলার মহিশালবাড়ী ও রেলগেট বাইপাস বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন, এবং বিভিন্ন মাদক সেবনের ঘাটিতে অভিযান চালিয়ে সরাসরি মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ৪ জন মাদকাসক্তকে
গ্রেফতার করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম,গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক এস,আই,আব্দুল মান্নানসহ সংঙ্গীয় পুলিশ ফোর্স। পরে জন সম্মুখে বাজারের মধ্যে প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করে নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট ।
আর/এস