নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কেন্দ্রীয় কারাগার থেকে ওমর কৃষ্ণ নামের এক ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী প্রাচীর টপকে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে। সোমবার সকালে সে পালিয়ে যায়। দুপুরে তাকে নগরীর হড়গ্রাম রেললাইনের ধার থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি তদন্ত
মেহেদী হাসান জানান, ওমর কৃষ্ণ ২০১১ সাল থেকে রাজশাহী কারাগারে ছিলেন। মরিয়ম নামের এক স্কুলশিক্ষিকা গণধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন তিনি। জেলখানা থেকে সোমবার সকালে পালিয়ে যায়। পরে তাকে হড়গ্রাম রেললাইনের ধার থেকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
আর/এস