নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে স্কুল থেকে ফেরার পথে ৭ম শ্রেণীতে পড়ুয়া (১৩) নামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বখাটেরা। অপহরণের পর সন্ধ্যার দিকে ওই ছাত্রীকে তারা নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিন অপহরণকারী বখাটেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, নগরীর আমচত্বর এলাকার ওয়েল্ডিং মিস্ত্রী আতিকুর, সহযোগি শিমুল ও অটোরিক্সা চালক ফয়সাল। গত বুধবার দুপুর দু’টার দিকে হামিদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাস শেষে স্কুল ছুটির পর নিজ বাড়িতে
ফেরার পথে আমচত্বর থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বখাটেরা। এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, ৭ম শ্রেণীতে পড়–য়া স্কুলছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে প্রায় আমচত্বরের একটি দোকানে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রী আতিকুর তাকে বিরক্ত করতো। মাঝেমধ্যে প্রেমের প্রস্তাব দিতো। বুধবারও সে প্রতিদিনের মতো দুপুর ২টার পর স্কুল শেষে বাড়ি ফেরার পথে আমচত্বর পৌঁছালে আতিকুর তার সহযোগি শিমুল ও অটোরিক্সা চালক ফয়সাল সহযোগীতায় জোরপূর্বক রাস্তা থেকে অটোতে তুলে নিয়ে চলে যায়। বিকেল হতে চললেও ওই ছাত্রী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন
বিষয়টি শাহমখদুম থানায় জানায়। মৌখিকভাবে জানার পর থেকেই পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। এদিকে, মাগরিবের আগ মুহূর্তে অপহরণকারী বখাটেরা ওই ছাত্রীকে আমচত্বর ফেলে রেখে চলে যায়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর মা সাহেব জান বিবি তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ।
আর/এস