নিজস্ব প্রতিবেদক :
বখাটে কর্তৃক স্ত্রীর শ্লীলতাহানীর চেষ্টার সময় প্রতিবাদ করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশিদুল ইসলামকে মারধর করার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন বখাটে যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মারধরের শিকার হওয়া শিক্ষক রুয়েটের তড়িৎ ও ইলেকট্রিক প্রকৌশল বিভাগের শিক্ষক। মঙ্গলবার গভীর রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা
হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার মুসতাকের ছেলে বকুল আহমেদ (১৯), রাজপাড়া থানার আলিরমোড় এলাকার দুলালের ছেলে শাহানুর হোসেন খোকন (১৯) ও নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার শহিদুলের ছেলে রিপন মন্ডল (১৮)। এ তথ্য নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক বলেন, স্ত্রীকে
শ্লীলতাহানীর প্রতিবাদ করায় রুয়েট শিক্ষককে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই পড়াশোনা করে ও বখাটেপনা করে। এরা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। গ্রেফতারকৃতরা রুয়েট শিক্ষককে মারধরের কথা স্বীকার করেছে। আরো যারা
তাদের সাথে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ১০ আগস্ট রাতে রুয়েট শিক্ষক তার স্ত্রীর সাথে নগরীর সাহেব বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় বখাটেরা তার স্ত্রীকে শ্লীলতাহানী করে। এ সময় স্বামী রাশিদুল বাধা দিলে তাকে বখাটেরা মারধর করে। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এ ঘটনার পর গত ১৬ আগস্ট দুপুরে ওই শিক্ষকের স্ত্রী তাবাসুম ফারজানা নগরীর বোয়ালিয়া থানায় ৪ জন অজ্ঞাতনামা তরুণী ও ৪ জন তরুণীর নামে মামলা দায়ের করে। যাদের বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে। এরপরেই আসামীরা গ্রেফতার হলো।
আর/এস