নিজস্ব প্রতিবেদক :
ইভটিজিং বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে রাজশাহী জেলা প্রশাসন। সম্প্রতি ইভটিজিং বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজশাহীবাসী। গতকাল শনিবার রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে লেখেন, ইভটিজিং বিরোধী ভ্রাম্যমাণ আদালত শুরু করা হয়েছে। এটি চলতে থাকবে। সাথে সাথে অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালনা, নিরিবিলি বসে গাঁজা বা মাদক সেবন ইত্যাদি অভিযানও চলবে। যারা ইভটিজিং এর শিকার, তারা ভয় না পেয়ে থানায় বা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করুন। আপনি প্রতিবাদ শুরু করলে আরো অনেকে সাহসি হবে।
আর/এস