নিজস্ব প্রতিবেদক :
স্ত্রীকে হয়রানির প্রতিবাদ করায় বখাটে কর্তৃক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশিদুল ইসলামকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি রুয়েটের তড়িৎ ও ইলেকট্রিক প্রকৌশল বিভাগের শিক্ষক। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন তার স্ত্রী তাবাসুম ফারজানা। মামলায় অজ্ঞাতনামা চার যুবক ও চারজন যুবতীকে আসামী করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, স্ত্রীকে হয়রানি করতে বাধা দেওয়ায় রুয়েট শিক্ষককে মারধরের ঘটনায় তার স্ত্রী তাবাসুম ফারজানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলায় চারজন অজ্ঞাতনামা যুবক ও
চারজন যুবতীকে আসামী করা হয়েছে। উল্লেখ্য, গত ১০ আগস্ট রাতে নগরীর সাহেব বাজার মনিচত্বর ও সোনাদিঘীর মোড় এলাকায় রুয়েট শিক্ষক রাশিদুলের স্ত্রীকে হয়রানি করে একজন যুবক। এ সময় তিনি বাধা দিলে তাকে সবাই মিলে মারধর করে। এ ঘটনার পর ওই শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে বিভিন্ন অনিয়ম ও মানুষের চারিত্রিক দিক নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই থানায় মামলা দায়ের করা হলো।
আর/এস