1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আগামী সপ্তাহেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০:৫২ অপরাহ্ন

আগামী সপ্তাহেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: বাংলাদেশ ও মিয়ানমার আগামী সপ্তাহ (২২ আগস্ট) থেকে নতুন করে কয়েক হাজার রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবাসন শুরু করবে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের পাঠানো ২২ হাজারের বেশি রোহিঙ্গাদের নামের তালিকা থেকে মিয়ানমার ৩ হাজার ৫৪০ জনকে ফিরিয়ে নেয়ার জন্য বাছাই করেছে বলে উভয় দেশের সরকারি কর্মকর্তারা যুক্তরাজ্যের সংবাদ সংস্থাটিকে জানিয়েছেন।

এই বাছাই করা রোহিঙ্গাদের প্রথম দলটিকে আগামী সপ্তাহে মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিন্ত থু ফোনে সংবাদ সংস্থাটিকে জানান, আমরা ২২ আগস্ট ৩ হাজার ৫৪০ জনকে ফিরিয়ে নিতে একমত হয়েছি।

এর আগে গত বছরের নভেম্বরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার প্রচেষ্টা ব্যর্থ হয়। কারণ আতঙ্কগ্রস্ত রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাওয়ার বিরোধিতা করে। বাংলাদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এবার স্বল্প পরিসরে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছে।

নাম না প্রকাশের শর্তে এই কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে জানান, কোনও রোহিঙ্গাকে জোর করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না। বাংলাদেশ একটি নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ছাড়া আর কিছুই চায় না।

এদিকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইলিয়াস জানান, এই প্রক্রিয়া সম্পর্কে শরণার্থীদের সঙ্গে কথা বলা হয়নি। প্রত্যাবাসন শুরু আগে তাদের মূল দাবিগুলো মেনে নিতে হবে মিয়ানমারকে।

এদিকে মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়নের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের মতে, গণহত্যার উদ্দেশ্যে এই দমনপীড়ন চালানো হয়।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST