নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হামলায় যুবক সেলিম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার নগরীর শাহমখদুম থানাধীন ভুগরইল পশ্চিমপাড়া এলাকায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে সেলিম হত্যার সাথে জড়িত শামিম, ঝুমর, সুজন ও সাজ্জাদসহ সকল খুনীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধনে ভুগরইল পশ্চিমপাড়া এলাকার মানুষ অংশগ্রগণ করে। এ ছাড়াও উপস্থিত ছিলেন, হামলায় নিহত সেলিমের বাবা অসহায় আহত পিতা আব্দুল মান্নানসহ তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত জুলাই মাসের ২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিপক্ষের লোকজন সেলিমের বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে পিতা-পুত্রকে আহত করে। আহতবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতেই শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আর/এস