নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার হরিপুর এলাকায় ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ মাহবুল ইসলাম মামুন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী দামকুড়া থানার হরিপুর ভাটা এলাকার আরশাদ আলীর ছেলে। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি দল রাজশাহীর পবা উপজেলার
দামকুড়া থানার হরিপুর ভাটাপাড়া অভিযান চালিয়ে মাহবুল ইসলাম@মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে ২ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।