খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা ডাকাত ও মাদক ব্যবসায়ী।
এ সময় ঘটনাস্থল থেকে সাতটি অস্ত্র, পাঁচটি কিরিচ ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার ভোররাতে উপজেলার নুরুল্লার ঘোনা নামক পাহাড়ী এলাকায় এবং মেরিনড্রাইভ সড়কের দর্গা পাড়া এলাকায় এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের রোহিঙ্গা শীর্ষ ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগী জুনায়েদ, আয়ুব, মেহেদী এবং মাদারীপুরের কালকিনি এলাকার মাদক ব্যবসায়ী মৃত জহিরুল ইসলামের ছেলে ইমরান মোল্লা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন খবরে অভিযানে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ তিন ডাকাতের মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, অপর একটি অভিযানে মাদক ব্যবসায়ী ইমরান মোল্লাহ নিহত হন।
খবর২৪ঘণ্টা, জেএন