নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবায় দুই যুবককে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশি তৎপরতায় অপহরণকারীরা দুই যুবককে মারধর করে রেখে পালিয়েছে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই দুই যুবক হলো, পবা উপজেলার কানপাড়া এলাকার আছের উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৮) ও আনিছের ছেলে মিঠুন (২৬)। আহত মাসুদ জানায়, বৃহস্পতিবার বিকেলে সে ও মিঠুন দু’জন মিলে মোটরসাইকেল যোগে ভদ্রা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। তারা মাড়িয়া বিলের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে স্বপন নামের একব্যক্তি ২/৩টি মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে জোর করে ভয় দেখিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে চলে যায়। এরপর তারা তাদের নওদাপাড়ায় নিয়ে গিয়ে মারধর করে। কিছুক্ষণের মধ্যেই পবা থানা পুলিশ
বিষয়টি জানতে পেরে শাহমখদুম থানা পুলিশকে বিষয়টি জানায় এবং তারা অপহরণকারীদের পিছু নেয়। পুলিশ দেখে অপহরকারীরা তাদের রেখে পালিয়ে চলে যায়। পরে তারা হাসপাতালে চিকিৎসার জন্য যায়। এ বিষয়ে পবা থানার ওসি তদন্ত বলেন, খবর পেয়ে আমার শাহমখদুম থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাদের ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের থেকে শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাহমখদুম থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে জনৈক স্বপন তাদের ফেলে রেখে পালিয়ে যায়। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আর/এস