নাটোর প্রতিনিধি. ‘Empower parents, enabel breastfeeding: Now and for the future’ এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে শেষ হয়।
পরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা সহ অন্যান্যরা। বক্তারা মাতৃদুগ্ধ পানের উপকারিতার কথা উল্লেখ করে বলেন এতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তারা।
খবর২৪ঘণ্টা, জেএন