বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় মঙ্গলবার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯১ ভোট পেয়ে সভাপতি পদে ওহিদুল ইসলাম নির্বাচিত হয়েছে। আশরাফুল ইসলাম শামীম ৮৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৬৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। সহ-সাধারণ সম্পাদক পদে ৬৫ ভোট পেয়ে রইচ উদ্দিন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ৯৩ ভোট পেয়ে ইদ্রিস আলী নির্বাচন হন। নইমুদ্দিন, জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন, আমজাদ হোসেন, শাহিনুর রহমান ও মকলেছুর রহমান সদস্য পদে নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল
ইসলাম। সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উলেখ্য মোট ভোটারের সংখ্যা ছিল ১৩২ জন। উপস্থিত ১২৯ জন। এর মধ্যে বাতিল ভোট ৭টি। এদিকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ও নির্বাচনে ওহিদুল ইসলাম সভাপতি ও আশরাফুল ইসলাম শামিম সম্পাদক নির্বাচিত হওয়ায় ৫৫-রাজশাহী-৪ বাগমারা আসনের এমপি ইঞ্জিঃ এনামুল হক নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ কার্যকরী কমিটির সকলকে বিজয়ী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আর/এস