নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জন নতুন ডেঙ্গু রোগী চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৭ জন। চিকিৎসা নিতে মোট ভর্তি হয়েছিলেন ৬২ জন। এরমধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, রামেক হাসপাতালে গত ২৪ ঘন্টায় অর্থ্যাৎ গত সোমবার সকাল ৮টা
থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসা নেওয়ার জন্য নতুনভাবে ভর্তি হয়েছেন ৯ জন রোগী। আর চিকিৎসা মোট ভর্তি হওয়া ৬২ জনের মধ্যে ২৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৩৫ জন নতুন রোগী চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ডেঙ্গু কর্নার খোলা হলেও প্রথম দিকে হাসপাতালে ডেঙ্গু চিহ্নিতকরণে কোন ব্যবস্থা ছিলোনা। এরপর হাসপতাাল কর্তৃপক্ষ ডেঙ্গু
পরীক্ষার উপকরণ নিয়ে আসে। মাত্র ২৫০ টাকার বিনিময়ে রামেক হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া ডেঙ্গু রোগীদের কোন টাকা খরজ করতে হবে না বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।
আর/এস