পাবনা ব্যুরো: পাবনা জেলা কারাগারের রাসেল হোসেন (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার সুজানগর উপজেলার বনখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে। মঙ্গলবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মাদকের মামলায় গেল বছরের ২৭ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের দাবি, রাসেল মাদকসক্ত ছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ