নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছেন। আহতবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে হান্নান (৪৯) ও তার ছেলে সেলিম। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হান্নানের পরিবারের অভিযোগ, ঈদের দিন নামায পড়াকে কেন্দ্র করে একই এলাকার সাজ্জাদ, ভোমর, সুমন, সুজন, আসাদ ও সাজুসহ বেশ কয়েকজন হান্নান ও তার ছেলে সেলিমকে মারধর করে। ওই ঘটনায় তারা নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে। জামিনে বের হয়ে এসে তার তারা হান্নানকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। মামলা প্রত্যাহার করতে না চাইলে শুক্রবার
বিকেল সাড়ে ৪টার দিকে একই এলাকার সাজ্জাদ, ভোমর, সুমন, সুজন, আসাদ ও সাজুসহ বেশ কয়েকজন হান্নানের বাড়িতে হামলা চালিয়ে তাদের কুপিয়ে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি হাসুয়া উদ্ধার করেছে।
এ বিষয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন,
মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষের লোকজন আহত হয়েছে বলে শুনেছি।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে পরে বিস্তারিত জানা যাবে। মামলার আসামীরা বাদীকে হুমকি দিয়েছে এমন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে থানায় তাদের দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলার আসামীরা জামিনে বাইরে রয়েছে। থানায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা, জেএন