নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মেস থেকে শায়লা খাতুন (১৯) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী পদ্মার চর মাঝারদিয়াড় এলাকার মাইদুলের মেয়ে। গতকাল শুক্রবার সকালে নগরীর শালবাগান এলাকায় অবস্থিত গ্লোবাল নার্সিং কলেজের মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্রী শায়লার মামা মাজহারুল ইসলাম জানান, রাজশাহীর পবা উপজেলার দারুশার বেঘুরা গ্রামে নানার বাড়িতে থাকতো শায়লা।
নানার বাড়িতে থাকার সুবাদে রাজশাহী মহানগরীতে পড়াশোনা করতো সে। সেই সুবাদেই রাজশাহীর একটি মেসে থাকতো শায়লা। কেন আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শায়লার কারো সাথে প্রেমের সম্পর্ক
ছিলো। তার বাবা-মা গ্রামে বিয়ে দিতে চাইনা। এ কারণে হয়তো মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস