1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহবান রাজশাহীর এসপির - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহবান রাজশাহীর এসপির

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলা, ২০১৯
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পুলিশ সুপার মো: শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীবাসীকে ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো: শহীদুল্লাহ পিপিএম। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ছেলে ধরা গুজব প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি। পুলিশ সুপার আরো বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা প্রয়োজন এমন গুজব প্রথমে একটি কুচুক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। কিছু অতি উৎসাহী মানুষ

অপরিচিত লোক দেখলেই মারমুখী ভ‚মিকায় অবতীর্ণ হচ্ছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে সাথে জাতীয় সেবা ৯৯৯ এর ফ্রি সার্ভিসের মাধ্যমে কল দিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করতে হবে। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার কোন বৈজ্ঞানিক কারণ জানিয়ে তিনি বলেন, আগে এমনটা শোনা যেত। বেশ কিছুদিন শোনা যায়নি। আবার একটি

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ

স্বার্থান্বের্ষী মহল এটি প্রচার করে ফায়দা লোটার চেষ্টা করছে। গুজবে কান না দিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতা সপ্তাহ উপলক্ষে জেলার ৮টি উপজেলায় মাইকিং করা হবে, এলাকায় এলাকায় প্রচার-প্রচারণা

বাড়ানো হবে, মসজিদের ইমামের মাধ্যমে গুজব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা করা হবে, লিফলেট বিতরণ করা হবে ও বিদ্যালয়ে বিদ্যালয়ে সচেতনতার জন্য প্রচারণা চালানো হবে। এ ছাড়াও বিভিন্ন মাধ্যমে গুজব বিষয়ে সচেনতা বাড়ানোর জন্য কাজ করা হবে। শিক্ষার্থীর অভিভাবকরা যাতে নিজে সচেতন হয়ে, বাচ্চাদের ঠিক সময় বিদ্যালয়ে পাঠায় সেজন্য তাদেরও সচেতন হওয়ার আহবান জানানো হয়। থানা পুলিশ এ ব্যাপারে সজাগ রয়েছে। জেলায় এ পর্যন্ত ২/৩ টি ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, গত দু’একদিন

ধরে এটি কমে এসেছে। বিদ্যুৎ থাকবেনা বলে যে গুজব ছড়াচ্ছে তাও ভিত্তিহীন। এ ধরণের গুজবের কোন ভিত্তি নেই। সবার সচেতনতার মাধ্যমে গুজব বন্ধ হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ও সহকারী পুলিশ সুপার রুবেল আহমেদ।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST