নিজস্ব প্রতিবেদক :
রাবির ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর রাজশাহীর আদালতে হাজিরাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বেলা ১১টার কিছু পরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাঈদীকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়। তার আগে থেকেই আদালতপাড়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সকাল থেকেই আদালতে প্রবেশের মূল ফটকে পুলিশ মোতায়েন করা হয়। বেলা বাড়ার সাথে সাথেই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়। আদালতের কাজে প্রয়োজনীয় গাড়ী ছাড়া কোন যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। এরপর দায়রা জজ আদালতে প্রবেশের ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ কাউকেই সেদিকে যেতে দেওয়া হয়নি। তবে সাঈদীর হাজিরাকে কেন্দ্র আদালতে কিছু মানুষের বেশি উপস্থিতি দেখা যায়।
অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রায় প্রত্যেক ফটকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাঈদীর সাথে সাথে ফারুক হত্যা মামলার অন্য আসামীরা হাজিরা দিতে আসেন। সাঈদীর পক্ষে মতিউর রহমান আকন্দ ছাড়াও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আর/এস