নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় আজ বৃহস্পতিবার রাজশাহীর আদালতে হাজিরা দিবেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। রাজশাহীর আদালতে হাজিরা দেওয়ার জন্য গত ২০ তারিখ সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে অতি গোপনীয়তার সাথে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
আজ বৃহস্পতিবার যেকোনো সময় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা রয়েছে তার। ২০১০ সালে ৯ ফেব্রয়ারী রাজশাহী মহানগরীর মতিহার থানায় মামলাটি দায়ের হয়। গতকাল বুধবার বিকেলে রাজশাহী কারাগারে সাঈদীর সাথে দেখা করেন তার তিন আইনজীবী ও তার ছেলে মাসুদ সাঈদী। সাঈদীর সাথে রাজশাহী কারাগারে দেখা করা আইনজীবীর ফেসবুক থেকে এসব তথ্য জানা গেছে।
এস.আর