নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা-উপজেলায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে নগরজীবন কিছুটা ব্যাহত হয়েছে। শুধু তাই না নগরীর অনেক রাস্তা ও পাড়া-মহল্লায় জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। এতে পথচারী ও বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতকারী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েন। বৃষ্টিতে জেলার ৯টি উপজেলার কৃষকরা আমন রোপণের জন্য উপকার পেলেও নগর জীবনে এর কিছুটা বিরুপ প্রভাব পড়েছে। বুধবার দুপুর থেকে রাজশাহীর আকাশে কালো মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রাজশাহীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। তারপর হঠাৎ ভারি বৃষ্টিপাত শুরু হয়। টানা ভারি বৃষ্টিতে
নগরীর বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয় ও পাড়া-মহল্লার রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতকারী পথচারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। টানা বৃষ্টির মধ্যে পড়ায় মানুষ কিছুটা ভোগান্তির মধ্যে পড়েন। অফিস ফেরতগামী মানুষ পথেই আটকে থাকেন। অনেকে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যের দিকে যান। নগরবাসীর অভিযোগ, ড্রেনগুলো সময় মত পরিস্কার না করায় তাতে ঠিক মত পানি যাতায়াত করতে পারছে না। যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নগরীর কিছু নিচু রাস্তায় পানি আটকে জলাবদ্ধতা তৈরি হয়। নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে প্রায় হাঁটু পানি জমে
যায়। এতে পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। তবে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে রাজশাহীর গরম আবহাওয়া কিছুটা শীতল হয়ে যায়। বৃষ্টিতে নগরজীবন কিছুটা ব্যাহত হলেও জেলার কৃষকরা আমন রোপণের জন্য এ বৃষ্টি সহায়ক হবে। এখন আমন রোপণের ভরা মৌসুম। আরো বেশ কিছুদিন আমন রোপণ অব্যাহত থাকবে। গত কয়েকদিন অনাবৃষ্টির পর মঙ্গলবার রাতে প্রায় ঘন্টাব্যাপী বৃষ্টি হয়। এরপর বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর আকাশ মেঘলা ছিল ও হালকা বৃষ্টি হচ্ছিলো।রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহীতে ৪১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আর/এস