নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৮৪০ পিস ইয়াবাসহ শেখ শিহাব উদ্দীন মানিক (২৩) নামের এক ছাত্রলীগ নেতা ও অপর এক ছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে নগরীর মতিহার থানা পুলিশ তাদের পুরাতন র্যাব অফিসের সামনে থেকে আটক করে। আটক ছাত্রলীগ নেতা রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার কবর উদ্দিন শেখের ছেলে ও আটক অপরজন হলো, রাজপাড়া থানার মিঠুর মোড় ভাটাপাড়া এলাকার নুর ইসলামের ছেলে ও বরেন্দ্র কলেজের ২য় বর্ষের ছাত্র নূর ইসলাম অভি (২২)। এ তথ্য নিশ্চিত করে
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান বলেন, বুধবার সকাল ১০টার দিকে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব ও অভি মোটরসাইকেল যোগে পুরাতন র্যাব অফিসের সামনে দিয়ে যাচ্ছিলো। এ সময় পুলিশ তাদের মোটরসাইকেলটিতে তল্লাশী চালিয়ে ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ও তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস