নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ২৭ নং ওয়ার্ড ‘তামাকমুক্ত ঘোষণা’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টড়-এসিডি’ ও এন্টি ট্যোবাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র উদ্যোগে এবং ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি পালনে সহযোগিতা করছে ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স-সিটিএফকে’।
ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব এবং এসিডি’র প্রোগ্রাম ম্যানেজার মো.
শাহীনুর রহমানের নেতৃত্বে ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে ক্যাম্পেইনটি শুরু হয়। ক্যাম্পেইন শুরুর আগে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এসিডি’র প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রাণী বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
ক্যাম্পেইনে অন্যদের মধ্যে এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল, প্রোগ্রাম অফিসার তুহিন ইসলামসহ ২৭ নং ওয়ার্ডের গণমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে রাজশাহী মহানগরীর পাবলিক প্লেসগুলো শতভাগ ধূমপানমুক্ত করার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এ ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করা হয়।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।