শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ধান বিক্রিতে কৃষকের ভাগ্য নির্ধারিত হবে লটারীর মাধ্যমে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেরপুর উপজেলার পরিষদ হলরুমে এই লটারী অনুষ্ঠিত হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.হারুন উর রশিদ জানান, ২য় পর্যায়ের আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহে বগুড়ার শেরপুর উপজেলায় ১০৫৮ মে. টন বরাদ্দ পাওয়া গেছে। এতে একজন কৃষক সর্বোচ্চ ১ মে. টন করে ধান ২৬ টাকা কেজি দরে (প্রতি মণ ১০৪০ টাকা) হিসাবে সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবে। কিন্তু কৃষকের সংখ্যা বেশি হওয়ায় বিগত ১৪ জুলাই অনুষ্ঠিত সভায় প্রত্যেক ইউনিয়নে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।
সে মোতাবেক ২৩ জুলাই মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে শেরপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন।
খবর২৪ঘণ্টা, জেএন