1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বৃক্ষ মেলায় ফলদ ও ওষধি গাছের সমাহার, ক্রেতাদের ভিড় - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

রাজশাহী বৃক্ষ মেলায় ফলদ ও ওষধি গাছের সমাহার, ক্রেতাদের ভিড়

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুলা, ২০১৯

ওমর ফারুক :
রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় ২০ দিনব্যাপী শুরু হওয়া ফলদ, বনজ ও ওষধি গাছের চারায় ভরপুর রয়েছে। বিভাগীয় এ বৃক্ষ মেলায় রাজশাহী মহানগরীর আশেপাশের ২০টি স্টল বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে মেলায় অংশগ্রহণ করছে। প্রত্যেকটি স্টলেই রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। বৃক্ষ মেলার কারণে সবুজে ছেয়ে গেছে নগরীর গ্রীন প্লাজা। সকাল থেকে রাত পর্যন্ত বৃক্ষপ্রেমীরা মেলায় গাছ দেখতে ও কিনতে আসছেন। ক্রেতারও যেমন কমতি নেই তেমনি দর্শনার্থীও আসছে প্রচুর। তারা বৃক্ষ মেলায় নতুন নতুন গাছের

সাথে পরিচিত হচ্ছেন। গতকাল সরজমিনে নগরীর গ্রিন প্লাজায় অনুষ্ঠিত হওয়া মেলায় গিয়ে দেখা যায়। মেলার প্রত্যেকটি স্টলে সবুজের সমারোহ। এই স্টলগুলোতে ফলদ, বনজ ও ওষধি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। দর্শনার্থীরা স্টলগুলোতে আসছে গাছ দেখতে ও ক্রেতারা আসছেন পছন্দের গাছ কিনতে। রাজশাহী মহানগর ও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বৃক্ষ মেলায় প্রায় ২০ টি স্টল বসেছে। উদ্বোধনীর প্রথম দিন থেকেই মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশিও রয়েছেন তারা। রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে মেলায় আসা মৌসুমী নার্সারিতে ফলদ, বনজ ও ওষধিসহ প্রায় ৬০ থেকে ৬৫ ধরণের গাছ রয়েছে। নার্সারিরর মালিক হুমায়ন কবির জানান, মেলার শুরুর দিন থেকেই বিক্রি ভালো হচ্ছে। ক্রেতা যেমন আসছেন তেমনি দর্শনার্থীরাও

আসছে গাছ দেখতে। ফলদ গাছ বেশি বিক্রি হচ্ছে তার নার্সারি থেকে।
নগরীর নওদাপাড়া আমচত্বর থেকে মেলায় স্টল বসানো জেসমিন নার্সারির মালিক জানান, শুরুর দিন থেকেই তিনি স্টল বসিয়েছেন। প্রথম থেকে বিক্রি ভালো হচ্ছে। ফলদ, বনজ ও ওষধিসহ প্রায় ২০০ ধরণের গাছ রয়েছে তার দোকানে। তার নার্সারি থেকে বনজ ও ওষধি গাছ বেশি বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ছুটে আসছেন। বেশিরভাগ ক্রেতাই ফলদ গাছ কিনছে। নগরীর সাহেব বাজার থেকে আসা স¤্রাট নার্সারির মালিক জানান, তার দোকানে প্রায় ৪০০ ধরণের গাছ রয়েছে। ফলদ, বনজ ও ওষধি বিভিন্ন গাছের চারায় পরিপূর্ণ রয়েছে তার দোকান। গাছের চারার কোন ঘাটতি নেই

তার দোকানে। শুরুর দিন থেকেই মেলায় ক্রেতা ও দর্শনার্থী আসছে জানিয়ে বলেন, অনেক ক্রেতাই আসছেন গাছ কিনতে। মেলায় আসা মানুষের মধ্যে ক্রেতা ছাড়াও দর্শনার্থী রয়েছে। যারা গাছ দেখছেন। কি কি গাছ রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যত ধরণের গাছ রয়েছে তার হিসেব রাখা কঠিন। তারপরও প্রায় সব ধরণের গাছ রয়েছে আমার নার্সারিতে। তিনি আরো বলেন, গাছ ছাড়াও তার দোকান থেকে বিভিন্ন ফলমূল ও ওষধি গাছের বীজ বিক্রি হচ্ছে। এবারের মেলা নগরবাসীর মধ্যে সাড়া ফেলেছে। রাজশাহীর ভুগরইল এলাকার রুচিতা নার্সারির মালিক জানান, তার নার্সারিতে প্রায় ১৫০-২০০ ধরণের গাছ রয়েছে। এরমধ্যে ফলদ, বনজ ও ওষধি গাছ রয়েছে। তার দোকান

থেকে প্রত্যেক ধরণের গাছ বিক্রি করছে। তবে ফলের গাছ বেশি কিনছে ক্রেতারা। তিনি বলেন, প্রত্যেকটি ফল বা ওষধি গাছের বিভিন্ন প্রজাতি রয়েছে। প্রায় সব প্রজাতির গাছ বিক্রি হচ্ছে। নগরীর কাজিহাটা থেকে মেলায় আসা মেট্রোপলিটন নার্সারির মালিক জানান, তার দোকানে প্রায় ২০০ ধরণের গাছ রয়েছে। তিন ধরণের গাছের বিভিন্ন প্রজাতি মিলিয়ে প্রায় ২০০ ধরণের গাছ রয়েছে। শুরু থেকেই বেচাবিক্রি ভালো হচ্ছে। দিন যত গড়াচ্ছে তত বিক্রি ভালো হচ্ছে। মেলায় ক্রেতার সংখ্যাও বাড়ছে। মেলায় ফলদ গাছ কিনতে আসা রাহিমুল নামের একব্যক্তি বলেন, গাছ পরিবেশকে রক্ষা করে। গাছের নির্মল বাতাস পরিবেশের জন্য খুব উপকারি। তাই নতুন নতুন গাছ কেনা। ৪/৫ টি গাছ কিনবো বলে মেলায় এসেছি। এ পর্যন্ত ৩টি কিনেছি আরো কিনবো। মেলায় জোসনা নামের গাছ কিনতে আসা এক নারী বলেন, প্রতি বছর নতুন নতুন প্রজাতির গাছ কিনি। এখন ছাদেও

বাগান করা যাচ্ছে। তাই এসেছি গাছ কিনতে। সব ধরণের গাছ কিনবো।
মেলায় গাছ কিনতে আসা করিমুল নামের একব্যক্তি বলেন, এ পর্যন্ত ৫ টি গাছ কিনেছি। আরো কিনবো। এরমধ্যে দুটি ওষধি গাছ রয়েছে। তবে ফলদ গাছ বেশি কেনা হয়েছে। মেলায় অংশ নেওয়া বেশির ভাগ নার্সারির মালিক বলেন, বৃক্ষ মেলায় বেশি ফলদ গাছ বিক্রি হচ্ছে। বনদ গাছ খুব কম বিক্রি হচ্ছে। নগর এলাকায় হওয়া বনজ গাছ বিক্রির পরিমাণ খুব কম। মেলায় গাছ দেখতে আসা সুরমা নামের এক কলেজ ছাত্রী বলেন, বৃক্ষ মেলা হচ্ছে শুনে বান্ধবীদের সাথে মেলায় এসেছি। মেলায় বিভিন্ন নতুন নতুন প্রজাতির গাছের সাথে পরিচিত হয়েছি। অনেক গাছও রয়েছে যেগুলো জীবনের প্রথম মেলায় দেখলাম। শুধু ওই কলেজ ছাত্রী নন তার মতো অনেকেই মেলায় গাছ দেখতে আসছেন দর্শনার্থী হয়ে। ২০ দিন পর্যন্ত এ বৃক্ষ মেলা চলবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST