নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর মহাদেবপুরে র্যাব-৫ এর অভিযানে মতিউর রহমান (২৪) নামের এক হ্যাকারকে আটক করা হয়েছে। সে মহাদেবপুর থানার পাতনা এলাকার আব্দুস সালামের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নওগাঁ জেলার মহাদেবপুর থানার পাটনা এলাকায় সামাজিক যোগাযোগ
মাধ্যমের বিভিন্ন ওয়েব সাইট ব্যবহারকারীদের ব্যক্তিগত আইডি হ্যাক করে ব্যবহারকারীদেরকে নানাভাবে হয়রানি করছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন পাটনা এলাকায় অভিযান চালিয়ে হ্যাকার মতিউর রহমানকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস