নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২৪ নং ওয়ার্ড ‘তামাকমুক্ত ঘোষণা’ শীর্ষক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টড়-এসিডি’ ও এন্টি ট্যোবাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র উদ্যোগে এবং ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। কর্মসূচি পালনে সহযোগিতা করছে ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স-সিটিএফকে’।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী ও এসিডি’র প্রোগ্রাম ম্যানেজার মো. শাহীনুর রহমানের নেতৃত্বে ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে ক্যাম্পেইনটি শুরু হয়।
ক্যাম্পেইন শুরুর আগে সেখানে এসিডি’র এডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীমের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন বাংলাদেশ তথা বিশ্ব দরবারে ক্লিন, গ্রীন, এডুকেশন সর্বোপরি হেলদি সিটি হিসেবে জায়গা করে নিয়েছে। কিন্তু ধূমপানমুক্ত নগরী গড়ে তোলা ছাড়া সত্যিকারের হেলদি সিটি গড়া সম্ভব নয়। এজন্য আগে মহানগরীর পাবলিক প্লেসগুলোকে শতভাগ ধূমপানমুক্ত করা জরুরি।
পরে ক্যাম্পেইন প্রোগ্রামটি ২৪ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক, দোকানপাট ও বাজার প্রদক্ষিণ করে তামাকের ক্ষতিকর বিষয় সম্পর্কে জনসাধারণকে অবহিত করে। এসময় ২৪ নং ওয়ার্ডে অবস্থিত বিভিন্ন তামাকের দোকান থেকে তামাক কোম্পানিগুলোর অবৈধ ও আইন বহির্ভুত বিজ্ঞাপন অপসারণ করা হয়। এসময় খাবার হোটেলগুলোতে সাইনেজ টাঙ্গানো এবং তামাকমুক্ত নগরী গড়ার পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পেইনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি পাবলিক প্লেসে ধূমপান করলে ধূমপায়ীর আশেপাশে যারা অবস্থান করে তারাও যে সমান স্বাস্থ্যহানির মধ্যে পড়ে সে বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।
ক্যাম্পেইনে অন্যদের মধ্যে ‘এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র রাজশাহী বিভাগীয় সমন্বয়ক শরীফ সুমন, এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল, প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রাণী বিশ্বাস ও তুহিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে রাজশাহী মহানগরীর পাবলিক প্লেসগুলো শতভাগ ধূমপানমুক্ত করার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এ ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করা হয়।
আর/এস