খবর২৪ঘণ্টা ডেস্ক: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রফিকুল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার হররা গ্রামের মাঠের মধ্যে এই বন্দুকযুদ্ধ ঘটে।
এমসয় নিহত রফিকুলের কাছ থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, শুক্রবার রাত ১২টায় পুলিশ সংবাদ পায় ঘটনাস্থল হররা মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে; এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সবাই পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নে্ওয়া হয়।
নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়- রফিক প্রকৃতপক্ষে পরিবহন শ্রমিক পরিচয়ের আড়ালে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
রফিক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের মৃত মহন মন্ডলের ছেলে।
তবে নিহতের স্ত্রী মিতা খাতুন (৩২) দাবি করেন, গত বৃহস্পতিবার রাত ১২টায় কুমারখালী উপজেলার দুদকুমড়া গ্রামে শ্বশুর দাউদ আলীর বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ডিবি পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে নিয়ে আসে। এরপর থেকে থানা বা পুলিশ লাইনে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। রফিক একজন পরিবহন শ্রমিক। একটি মাদক মামলায় দুই মাস জেল খেটে গত ৯ জুন জামিনে বের হন।
খবর২৪ঘণ্টা, জেএন