1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় গভীর রাতে শিশুর গলা কাটা নিয়ে গুজবে হইচই - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

বাগমারায় গভীর রাতে শিশুর গলা কাটা নিয়ে গুজবে হইচই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুলা, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বাগমারায় গভীর রাতে ৫ বছর বয়সি মিজানুর রহমান নামের এক শিশুর গলা কাটার চেষ্টার গুজবে হইচই শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বাগমারা উপজেলার সর্বত্র এই কথা ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। তবে প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে। গুজব ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সূর্যপাড়া গ্রামে এক শিশু গলা কাটার চেষ্টা করা হয়েছে। এতে বাগমারাসহ আশপাশের এলাকার শিশুদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক জড়িয়ে পড়েছে। তবে গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। এই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ার করা হয়।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে শোকেজের কাঁচ খসে পড়ে মিজানুর রহমান মিজান (৫) নামের এক শিশুর গলার পাশে কেটে যায়। রাতেই শিশুটি প্রথমে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটিকে হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। কে কারা এটি গুজব ছড়িয়ে দিয়েছে। গুজবে কান না দেওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ওসি আরো বলেন, রাতেই তিনি নিজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘরে শোকেজের খসে পড়া কাঁচের টুকরো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কোন কারণে শোকেজের কাঁচ খসে পড়ে শিশুটির গায়ের উপর পড়ে। মায়ের সঙ্গে শিশুটি মেঝেতে শুয়ে ছিল। কিন্তু এ ঘটনাটি ছেলে ধরা শিশুর গলা কাটার চেষ্টা চালিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে।

আহত ওই শিশুর পিতার নাম আতিকুর রহমান মিঠুন। শিশুটির মায়ের নাম ফিরোজা বেগম। তাদের বাড়ি উপজেলার সূর্যপাড়া গ্রামে।

শিশুটির দাদি রেখা বেগম জানান, তার ছেলে মিঠু খাটের উপর শুয়ে ছিল। আর ছেলের বউ নাতিকে নিয়ে মেঝেতে ছিল। গরমের কারণে দরজা খোলা ছিল। রাতে তাদের চিৎকার শুনে ঘরে গিয়ে শোকেজের কাচ ভাঙা পায়। শিশুদের মাথা কাটার গুজবে আতংক না হওয়ার আহবান জানিয়েছেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।

তিনি বলেন, শিশু মিজানুর রহমানের গলা কেটে যাওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখেছে। কাঁচ পড়ে তার গলা সামান্য কেটে যায়। এটি শুধুই গুজব ছড়ানো ছাড়া আর কিছুই নয়। যারা এ ধরণের গুজব ছড়ানোর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে কড়া নির্দেশ দেয়া হয়েছে।শিশুদের গলা কাটা, মাথা কাটার বিষয়ে আতংকিত না হওয়ার জন্য অভিভাবকদের আহবান জানান তিনি।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST