নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের এসআই এর নির্দেশে মসজিদে হামলা চালিয়ে মুসুল্লিদের ওপর । হামলা মামলা রেকর্ডে টাল বাহানা এবং ঘটনার মূল হোতা রাজশাহী ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলামকে বাদ দিয়ে চার্জ শীট প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর
ইউনাইটেড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার শিকার গয়লার ঘোপ গ্রামের কফিল উদ্দিন বলেন, গত বছরের ১৫ জুন মসজিদে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এসআই শফিকুল ইসলামের নির্দেশে ১৪/১৮ জন সন্ত্রাসী কফিল উদ্দিনসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে। এই ঘটনার জের ধরে চলতি বছর ১ মার্চ আব্দুল বাকিকে দোকানে বসে থাকা অবস্থায় হামলা চলিয়ে আহত করে। এ বিষয়ে মামলা
করা হলে পুলিশ এসআই শফিকুল ইসলামকে বাদ দিয়ে চার্জ শীট প্রদান করে। অথচ ঘটনার সময় পুলিশ শফিকুল ইসলামের উপস্থিতি স্বচক্ষে দেখেন। সংবাদ সম্মেলনে তারা এস আই শফিকুল ইসলামের নাম চার্জশীটে অন্তর্ভুক্ত সহ ন্যায় বিচারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , আহত শফিকউদ্দিন মোল্লা, নাজিম উদ্দিন মোল্লা , আব্দুল্লাহ সহ অন্যরা।
মোবাইল ফোনে এ অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন , তিনি হামলার সাথে জড়িত নন।
খবর২৪ঘণ্টা, জেএন