নাটোর প্রতিনিধি: দেশব্যাপী ধর্ষণ এবং শিশু নির্যাতনের প্রতিবাদের নাটোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠনের আয়োজনে সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংগ্রহন করে। এসময় মানববন্ধনে বক্তব্য দেন, নাটোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা শ্যামা বসাক,দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা, সারা দেশ ব্যাপী হঠাৎ করেই নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতণ বেড়ে গেছে। সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানানো হয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন