বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের শ্রীখন্ডি গ্রামে গােপন সংবাদের ভিত্তিতে গত সােমবার রাতে পুলিশ দশ লক্ষ টাকা মূল্যের বন্য প্রাণী তক্ষক সহ দুই জনকে আটক করে। আটককৃতরা শ্রীখন্ডি গ্রামের খদকার ময়েজ উদ্দিনের ছেলে খন্দকার মোস্তফা কামাল (২৫) ও একই গ্রামের মৃত খন্দকার আবুল কাশমের ছেলে খন্দকার শরীফুল ইসলাম লাল (৪৫)।
তাদর স্বীকারোক্তি অনুসারে বনপাড়া পৌর শহর এলাকা থেকে দশ থেকে বার ইঞ্চি লম্বা যার ওজন ২৫০ গ্রাম তক্ষক নামের বন্য প্রাণীটি উদ্ধার করা হয়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার নজমুল হক জানান, গ্রেফতারের পর বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানা হলে গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ উপজেলা প্রাণী সম্পদের ভেটেরিনারী সার্জন ডাঃ উজ্জ্বল কুমার কুন্ডু সহ আটককৃতদের নিয়ে ঘটনাস্থলে
যান এবং এলাকাবাসীর কাছে শুনে সত্যতা যাচাইয়ের পর তাদের প্রত্যককে বন্য প্রাণী সংরক্ষন আইন ১৪ (খ) ধারায় ১৫ দিন করে কারাদন্ডাদেশ প্রদান করেন। ভেটেরিনারী সার্জন ডাঃ উজ্জ্বল কুমার কুন্ডু জানান, তক্ষকের বৈজ্ঞানিক নাম গকানিডি। এরা খেয়ে থাকে কীটপতঙ্গ, ঘরের টিকটিকি, ছাট পাখী সহ ছােট-ছােট সাপ। এরা বসবাস করে ছাদের পাশের ভাঙ্গা ফাঁক-ফাঁকড়ে বা গর্তে অথবা গাছ। ব্যাপক নিধনই এ প্রজাতির বিপন হওয়ার কারণ। উদ্ধারকৃত তক্ষক রাজশাহী বন সংরক্ষন কতৃপক্ষর কাছ হস্তান্তর করা হয়েছে।