খবর২৪ঘণ্টা ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্যে দেশটির সেনাবাহিনীর প্রধান সহ শীর্ষ চার সামরিক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী প্রধান জেনারেল মিন অং লেইং, তার ডেপুটি সো উইন ও অন্য দুই সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর এ মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন চালানোর পরও এজন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মিয়ানমার সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এখনো মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। এবং এজন্য মিয়ানমারের সেনাবাহিনী দায়ী।
বিবৃতিতে পম্পেও এও বলেন, যুক্তরাষ্ট্র সরকারই প্রথম প্রকাশ্যে মিয়ানমারের সেনাবাহিনীর ওই চার শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল। এর ফলে ওই চার শীর্ষ সামরিক কর্মকর্তা তাদের পরিবারের কোনো সদস্য যুক্তরাষ্ট্র সফর করতে পারবেন না।
খবর২৪ঘণ্টা, জেএন