বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার গোবিন্দাপাড়া ইউনিয়নের দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম শীমু আক্তার (৫)। সে দেওপাড়া গ্রামের আব্দুর রশিদের একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সেমবার দুপুরের পর শিশু শীমু আক্তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তার বাবা-মা মেয়েকে খোঁজাখুজি করতে থাকেন। অবশেষে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় শিশু শিমুর লাশ
দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে ডোবা থেকে শিশুটির লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শিশুটি খেলতে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।
আর/এস