1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলা, ২০১৯
অপহরণ হওয়া রঞ্জু লাল

নিজস্ব প্রতিবেদক :
২৪ ঘন্টা পার হয়ে গেলেও উদ্ধার হয়নি রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের অফিস সহকারী রঞ্জু লাল সরকার। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড়ে তাকে মাইক্রোবাসে করে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার সাথে ছিলেন তার সহকর্মী মজিবুর রহমান। বিষয়টি তিনি তার সহকারী পরিচালক ও পরে চন্দ্রিমা থানা পুলিশকে জানানো হয়। পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর তার স্ত্রী ইতি রানি দাম বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে উদ্ধারে কাজ শুরু

করে। তবে ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি রঞ্জু লাল।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবির বলেন, রঞ্জু লালকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জু লাল তার সহকর্মী (কম্পিউটার অপারেটর) মজিবর রহমানের সঙ্গে পায়ে হেঁটে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে পাওয়ার হাউস মোড়ে তাদের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থামে। চারজন

নেমে তাদের প্রশ্ন করে, এলাকার নাম কি। তারপরই রঞ্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে ঠেলে দেয় তারা। এর পরই পরই তারা দরজা বন্ধ করে মাইক্রোবাসটি নিয়ে চলে যায়। মজিবুর বিষয়টি জানালে অপহরণের বিষয়টি চন্দ্রিমা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST