শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌরশহরে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার চরম দুভোর্গ। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় ড্রেন উপচে পানি বাড়ি ও রাস্তার উপর উঠে পড়ায় শত শত নাগরিককে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে শহরের বেশ কিছু এলাকায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পৌরসভার ৫নং ওয়ার্ডের জগন্নাথপাড়া,৮নং ওয়ার্ডের বিকাল বাজার রোড, স্যানালপাড়া,৭ নং ওয়ার্ডের টাউনকলোনী, শান্তিনগর ও হাসপাড়াল রোড এবং ৯নং ওয়ার্ডের সকাল বাজার, খন্দকারপাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব এলাকায় টানা বর্ষণের ফলে ড্রেন উপচে পানি বাড়ি ঘরে ও রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি করেছে। ফলে স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, শেরপুর পৌরশহরের ড্রেন নির্মাণ কাজ এখনো শেষ না হওযায় এবং ড্রেন নিমার্ণ কাজে মন্থর গতির কারণেই পৌরবাসীকে বর্ষাকালে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার জানান, কোটি কোটি টাকা ব্যয়ে শহরে ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। এগুলো শেষ হলেই জলাবদ্ধতার দুর্ভোগ আর থাকবে না।
খবর২৪ঘণ্টা, জেএন