দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার মোল্লা (৪৮) নামের এক ব্যাক্তি মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পৌর এলাকার নান্দপাড়া গ্রামের আফসার মোল্লার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, গত বুধবার রাতে আব্দুস সাত্তার মোল্লা ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘরের ভেতরে ছিটকে পড়ে যান। এর পরে তার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল শুক্রবার বিকেলে নিহত আব্দুস সাত্তার মোল্লার মরদেহ তার পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
আর/এস