নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর থেকে অপহরণ হওয়া স্কুলছাত্রী বর্ষা রাজশাহী মহানগরীর তালাইমারী মোড়ে লাফিয়ে পড়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার শান্তিনগর গ্রামের বাসিন্দা। বুধবার রাত পৌনে ৮টার দিকে স্কুলছাত্রী বর্ষা নগরীর তালাইমারী মোড়ে জ্ঞান ফিরে পেয়ে লাফ দেয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্কুলছাত্রী বর্ষার বরাত দিয়ে খবর ২৪ ঘন্টাকে জানান, বুধবার সকাল ৯টার দিকে বর্ষাসহ তিন বান্ধবী নিজ বাড়ি থেকে স্কুল যাচ্ছিলো। পথে তারা একটি নির্জন স্থানে পৌঁছালে পূর্বে
থেকে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তাদের জোর করে উঠিয়ে নেওয়া হয়। এরপর তাদের অজ্ঞান করে দেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে বর্ষার জ্ঞান ফিরলে সে জনাকীর্ন এলাকা ও জ্যাম দেখতে পেয়ে মাইক্রোবাস থেকে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সে একটি ফার্মেসীতে গিয়ে বিষয়টি জানালে তারা মতিহার থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে পুলিশের পক্ষ থেকে রাজশাহী জেলা পুলিশ, নবাবগঞ্জ জেলা ও নওগাঁ এবং নাটোর পুলিশকে জানিয়ে চেকপোস্ট বসানো হয়। কিন্ত সেই রকম মাইক্রো এখনো চিহ্নিত করা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে বলে তিনি আরো জানান।
আর/এস