গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার
শামসুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার বাবুল আক্তার, সুশান্ত বর্মন, উপজেলা ইনস্ট্রাক্টর আবুল কাশেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ। মেয়েদের খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় পেনাল্টি শুটে কাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব ব্রজনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে। ছেলেদের খেলায় প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে। প্রসঙ্গত এ টুর্ণামেন্টে উপজেলার 9 টি ইউনিয়নের মোট 18টি দল অংশগ্রহণ করছে।
আর/এস