শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বালান্দা গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের ঘটনায় সোহেল রানার(২৫)বিরুদ্ধে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালান্দা গ্রামের সাহেব আলীর প্রতিবন্ধি কিশোরী মেয়ের সাথে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙামাটি(ফকিরবাড়ী) গ্রামের জাহেদ আলীর ছেলে সোহেল রানার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সোহেল রানা ওই প্রতিবন্ধি কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে গত ৫ জানুয়ারি থেকে ঢাকার চান্দুরা এলাকায় বাড়ি ভাড়া করে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাসপূর্বক কৌশলে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধি কিশোরী বিয়ের চাপ দিতে থাকলে সোহেল রানা বিয়ে করার আশ্বাস দিয়ে মেয়ের বাড়ীতে ফিরে আসে এবং বিয়ের বাজার করার জন্য শেরপুরে শহরে এসে লাপাত্তা হয়ে যায়।
এ ঘটনায় ওই কিশোরী গত সোমবার রাতে অভিযুক্ত সোহেল রানা ও তার পিতা-মাতাসহ ৫জনকে বিবাদী করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি, বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা, জেএন