শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামী ও শ্বশুড়কে আটক করেছে।
এলাকাবাসী জানান, শনিবার বিকালে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের উদগ্রাম পুর্বপাড়া গ্রামের প্রশান্ত কুমার সরকারের স্ত্রী বিপাশা রানী সরকার (২১) তার শয়নকে তীরের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে এবং নিহতের স্বামী প্রশান্ত (৩০) ও তার পিতা সুনীল চন্দ্র সরকার (৫০) কে আটক করে থানায় নিয়ে আসে।
শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত জানান, নিহত গৃহবধু বিপাশা পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের বিপ্লব চন্দ্রের মেয়ে। ৪ বছর পুর্বে তাদের বিয়ে হয়। তাদের সংসারে ২ বছরের একটি ছেলেও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে মামলা মোকদ্দমা সহ নানা অশান্তি বিরাজ করছিল।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে স্বামী ও শ্বশুড়কে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন