বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের রামাগাড়ী নন্দকুজা নদী থেকে শনিবার দুপুর ২টার দিকে আজিজুল ইসলাম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ওই দিন দুপুর ১২টার দিকে পুলিশ দেখে পালাতে গিয়ে সে নদীতে ঝাপ দেয়। পরে তাকে আর খুঁজে না পাওয়া গেলে প্রায় দুই ঘন্টা পর তার লাশ পানিতে ভেসে উঠে। ওই যুবকের নাম আজিজুল ইসলাম (২৭)। সে বাগাতিপাড়ার চন্দ্রখৈড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাত হোসেন জানান, সে এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। শনিবার দুপুরে পুলিশের টহল গাড়ি দেখে ভয়ে দৌড়ে পালানোর এক পর্যায়ে নদীতে ঝাপ দেয়। কিন্তু পরক্ষণে তাকে আর পাওয়া যায়নি। এর প্রায় দুই ঘন্টা পর তার লাশ স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
খবর২৪ঘণ্টা, জেএন