খবর২৪ঘণ্টা ডেস্ক: চীন সফর শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। ঢাকার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটের অবতরণ করার কথা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওদিকে আগামী সোমবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী তার সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম এ কথা বলেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
ইউএনবি লিখেছে, গত ১লা জুলাই ৫ দিনের সফরে চীন যান প্রধানমন্ত্রী। তিনি এরই মধ্যে চীন থেকে দেশের উদ্দেশে যাত্রা করেছেন। স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেছে। ওই ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লুও ঝাওহুই এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।
এই সফরে ২রা জুলাই ডালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। ৪ঠা জুলাই চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন। ৫ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাত করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংংের সঙ্গে। এ ছাড়া তিনি বৈঠক করেছেন কমিউনিস্ট পার্টি অব চায়না’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী সং তাওয়ের সঙ্গে।
খবর২৪ঘণ্টা, জেএন